এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দেড়গুণ
- আপডেট সময় : ০৭:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দেড়গুণ। ভোজ্য তেল নিয়ে ব্যবসায়ীদের নাটক আগের মতই চলছে। আর রমজানকে সামনে রেখে বাড়তে শুরু করেছে চিনি, ছোলা, চাল-ডাল-আটাসহ বেশীরভাগ মশলার দামও। সবজির দাম আগের মত থাকলেও বেড়েছে মুরগির দাম। মনিটরিং না থাকায় নানা অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। যার খেসারত দিচ্ছেন ক্রেতারা। বিভিন্ন প্রজাতির চাষের মাছের দাম একটু সহনীয় থাকলেও নদীর ছোট-বড় মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে।
অন্যান্য দিনের তুলনায় ছুটিরদিন শুক্রবারেই রাজধানীর বাজারগুলোতে ক্রেতাসমাগম একটু বেশি হয়। বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে ১২ থেকে ১৫ টাকা। গেল সপ্তাহে পেঁয়াজের খুচরা বাজারে কেজি প্রতি ৩২ থেকে ৩৫ টাকা থাকলেও বর্তমানে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
আড়তদাররা বলছেন, মুরকাটা পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে, তবে দাম নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে দেড় সপ্তাহ।
রমজানকে সামনে রেখে বেড়েছে ভোজ্য তেলে দাম, লিটার ১৩০টাকা থেকে ৫ টাকা বেড়ে ১৩৫ টাকা বিক্রি হচ্ছে। আর পামওয়েল ১শ ১২ থেকে ১শ ১৫ টাকায় স্থিতিশীল রয়েছে। তবে, বেড়েছে মশলাসহ ছোলা ও খেসারীসহ সবরকম ডালের দাম।
ভক্সপপ:
সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। ২০ থেকে ৩০ টাকা বিক্রি হওয়া সবজি এখন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বৃষ্টি নেই বলে লেবুতে নেই রস। রসহীন এই লেবুর হালিও ৫০ টাকা।
ভক্সপপ:
ভারতে থেকে আমদানী করা চাল বাজারে আসায় সব ধরণের চাল কেজি প্রতি কমেছে ১ থেকে ২ টাকা।
জানালেন খুচরা ব্যবসায়ীরা। তবে, কেউ কেউ বলছেন চাল আগের দামেই বিক্রি হচ্ছে। ফার্ম ও কক মুগরির দাম বাড়ার পাশাপাশি ৪৮০ থেকে ৫’শ টাকা কেজি এখন দেশী মুরগী। ফার্মের মুরগী ১৬০ টাকা এবং কক মুরগী ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
খাসির মাংস ৯শ টাকা কেজি নিলেও বেশীভাগ মাংসর দোকানে খাসির নামে পাঠার মাংস ধরিয়ে দেয়া হয়। যা সব ক্রেতাদের পক্ষে বোঝা সম্ভব নয়। ৬’শ টাকা কেজি দরের দেশী গরুর মাংসর বদলেও অনেক বাজারে হাড্ডিসার ভারতীয় গরু এবং মহিষের মাংস বিক্রি করা হয়। আসন্ন রমজান মাসে মাংসের বাজারে ক্রেতাদের সাথে এই প্রতারণার প্রবনতা আরও বাড়বে।
বিভিন্ন প্রজাতির চাষ করা মাছের দাম একটু সহনীয় পর্যায়ে রয়েছে। তবে আকার ভেদে ইলিশের কেজি ৯’শ ও ১২শ টাকা। নদীর ছোট-বড় মাছের দাম অনেক চড়া এবং সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে । নিত্যপণ্যের বাজার নিয়ে অসন্তোষের কথা জানান ক্রেতারা।