একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ একই পরিবারের ৬জন দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ একই পরিবারের ৬জন দগ্ধ হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে বারোটায় ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় একটি ছয়তলা বাড়িতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বেরিয়ে ফ্ল্যাটে জমেছিল। এসময় ওই পরিবারের ৬জন দগ্ধ হয়।দগ্ধরা হলেন: গার্মেন্টস শ্রমিক মিশাল, তার স্ত্রী মিতা, তাদের দুই সন্তান মিনহাজ ও আফসানা এবং মিশালের দুই শ্যালক মাহফুজ ও সাব্বির।