একদলীয় শাসন কায়েম করে মানুষের অধিকার হ’রণ করছে সরকার : মঈন খান
- আপডেট সময় : ০৯:৫৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
একদলীয় শাসন কায়েম করে মানুষের অধিকার হরণ করছে সরকার, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। রাজধানীতে বিএনপি নেতা ইদ্রিস আলীর পরিবার ও বিএনপি বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতৃত্ব সংকট থাকলে জনগনকে সাথে নিয়ে সরকার বিরুদ্ধে এতো বড় আন্দোলন করা কখনও সম্ভব হতো না বলে মন্তব্য করেন ড. মঈন খান।
রাজধানীর পূর্ব জুরাইনে কারাগারে মারা যাওয়া বিএনপি নেতা ইদ্রিস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
এসময় ইদ্রিস আলীর পরিবারের সদস্যরা তাদের কষ্টের কথা জানান।
সরকার দেশে অলিখিত বাকশাল কায়েম করেছে এমন মন্তব্য করে ড. আবদুল মঈন খান অভিযোগ করেন, ক্ষমতাসীনদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই নির্যাতনের খড়গ নেমে আসে । কারাগারে নির্যাতন ও চিকিৎসার অভাবে বিএনপি নেতা ইদ্রিস আলীর মৃত্যু হয়েছে বলেও দাবি তার।
ড. মঈন খান, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি।
পরে তিনি সদ্য কারামুক্ত বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান।
এইসময় তিনি বলেন, বিএনপি নেতৃত্ব নিয়ে যারা প্রশ্ন তুলে তাদের উদ্দেশ্যে বলেন, নেতৃত্ব সংকট থাকলে এতো বড় আন্দোলন করা কখনও বিএনপির পক্ষে সম্ভব ছিলোনা।
আধুনিক রাজনীতি করতে হলে সশরীরে উপস্থিতি জরুরি নয় বলেও মনে করেন আব্দুল মঈন খান।