একদিন বিরতি দিয়ে আজ আবারো মাঠে বঙ্গবন্ধু বিপিএল
- আপডেট সময় : ০৫:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
একদিন বিরতি দিয়ে আজ আবারো মাঠে বঙ্গবন্ধু বিপিএল। যথারীতি রয়েছে দুই ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অপরাজিত খুলনা টাইগার্স ও রংপুর রেঞ্জার্স। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপক্ষে লড়বে কুমিল্লা ওয়ারিয়র্স। দুর্দান্ত গতিতে ছুটছে খুলনা টাইগার্স। আসরে এখনও হারের মুখ দেখেনি মুশফিকের দল। ২ ম্যাচে শতভাগ জয় তাদের। টুর্নামেন্টে মুশফিক-রাইলি রুশোরা আছেন দারুন ছন্দে। তাই রংপুরের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে খুলনা টাইগার্স। অন্যদিকে, এখনও জয় অধরা রংপুর রেঞ্জার্সের। তিন ম্যাচের সবকটিতেই হেরেছে মোহাম্মদ নবীর দল। শিরোপার রেসে থাকতে তাই এ ম্যাচে জয় চায় রংপুর। এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচের লড়াইটা হবে সমানে সমান। আসরে দারুন ছন্দে আছে কুমিল্লা ও চট্টগ্রাম। টানা দ্বিতীয় জয়ের খোজে নামবে কুমিল্লা আর তৃতীয় জয়ের সন্ধানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।