একদিনে দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৬১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
একদিনে দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ৬১ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ১০ এবং করোনার উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।
২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন ১১ জন। এরমধ্যে রাজশাহীর ৪, নাটোরের ৪ , নওগাঁর ২ এবং কুষ্টিয়ার ১জন মারা গেছেন। সিরাজগঞ্জে ১ ও দিনাজপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল।এদিকে সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
একদিনে কুমিল্লায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ২২৭ জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জনের করোনা আক্রান্ত ছিলেন।