একদিনের ব্যবধানে ফের আগুন লেগেছে বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
একদিনের ব্যবধানে ফের আগুন লেগেছে বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে।
বুধবার সকাল ১০টার দিকে এ আগুন লাগে।খবর পেয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার ৩টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে ৩ মে দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় ৩০ ঘণ্টার চেষ্টার পর মঙ্গলবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগে যেখানে আগুন লাগে, এবারের আগুন তার থেকে কিছুটা কাছাকাছি স্থানে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গতকাল যেখানে আগুন লেগেছিল তার পাশে কিছু ধোঁয়ার মত দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।