একনিষ্ঠভাবে কাজ করবে ঘোষিত ঢাকার দুই আহ্বায়ক কমিটি
- আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মহানগর বিএনপির সংগঠনিক গতিশীলতা বাড়াতে একনিষ্ঠভাবে কাজ করবে ঘোষিত ঢাকার দুই আহ্বায়ক কমিটি। দুই আহ্বায়ক কমিটির নেতারা জানান, তৃনমূল পর্যায়ে কমিটি গঠন করে মহানগর বিএনপিকে আরো ঢেলে সাজানো হবে। যা জনগণের অধিকারকে ফিরিয়ে আনতে ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করবে।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর থেকেই রাজনৈতিভাবে চরম সংকটে বিএনপি।
এরই মাঝে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এমনকি ঢাকার দুই সিটি নির্বাচনসহ বিভিন্ন ইস্যূতেও রাজপথে তেমন দেখা মেলেনি মহানগর নেতাদের।
সবশেষ ২০১৭ সালে মহানগর কমিটি গঠন করা হলেও পাঁচ বছরেও পূর্ণাঙ্গ করতে না পারায় নতুন করে আহ্বায়ক কমিটি দিলো দলটি।
চেয়াপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম ও আমান উল্লাহ আমানকে আহ্বায়ক, জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক ও রফিকুল আলম মজুনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয় সম্প্রতি। দায়িত্ব নেয়ার পর এসএটিভিকে দেয়া সাক্ষাৎকারে সংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে তুলে ধরেন নানা কর্মপরিকল্পনার কথা।
জনগনের অধিকার আদায়ে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কিছু ইস্যূকে গুরুত্ব দেয়ার কথা জানান তারা।
মহানগরের দুই আহ্বায়ক কমিটি নিয়ে দলীয় ফোরামে ক্ষোভ থাকলেও প্রত্যাশার কথা জানান তৃনমূলের নেতাকর্মীরা।