একনেকে ৫ হাজার ১৮৯ কোটি টাকার তিন প্রকল্প অনুমোদন
- আপডেট সময় : ০৬:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাস্তা নির্মাণের ফলে যেন পানিপ্রবাহে বাধা বা জলাধার বন্ধ না হয়, তা নিশ্চিতে নকশায় পর্যাপ্ত ব্রিজ ও কালভার্ট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় তিনি এ নির্দেশনা দেন। সকালে ঢাকার এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। একনেকে ৫ হাজার ১শ’ ৮৯ কোটি টাকা ব্যয়ে ৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে ৩শ’ ১৯ কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রাফিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পেরও অনুমোদন দেয়া হয়। বৈঠকশেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম এসব তথ্য জানান।
মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাশেষে অনুমোদিত তিনটি উন্নয়ন প্রকল্পের মধ্যে দুটি সংশোধিত এবং একটি নতুন প্রকল্প রয়েছে জানিয়ে এর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা সচিব।
এ সময় প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনার কথাও জানান পরিকল্পনা সচিব।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশোধিত দুটি প্রকল্পের মেয়াদকালও নতুন করে নির্ধারণকালে মামলা কিংবা প্রকল্প সংশ্লিষ্টদের বদলির কারণে যেন কাজের গতি ব্যাহত না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান তিনি।