একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার না করা হলে লাগাতর অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন আবদুল কাদের মির্জা
- আপডেট সময় : ০৭:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার না করা হলে লাগাতর অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বিকেলে বিক্ষোভ সমাবেশের মঞ্চ থেকে মেয়র আবদুল কাদের মির্জা এ ঘোষণা দেন। এর আগে তিনি সকাল থেকে কোম্পানিগঞ্জ উপজেলায় উপজেলার ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে। বৃহস্পতিবার রাতে একরামুল করিম চৌধুরী তার ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে ফেইসবুক লাইভে এসে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকারের পরিবার বলে আখ্যায়িত করে আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলেও হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেছেন এই সাংসদ। পরে এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। এর পরপরেই তিনি তার ফেইসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন।