একাত্তরের এই দিনে আত্মসমর্পনের জন্য শর্তআরোপের প্রস্তাব দেয় পাকিস্তান
- আপডেট সময় : ০১:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
১৫ ডিসেম্বর। ইতিহাসের পাতায় আজকের এই দিনটি বাঙ্গালী জাতির জন্য এক বৃহৎ তাৎপর্যপূর্ণ দিন। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর প্রবল চাপের মূখে আত্মসমর্পনের জন্য শর্তআরোপের প্রস্তাব দেয় পাকিস্তান। তবে, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী তা নাকোচ করে শর্ত ছাড়া আত্মসমর্পনের দাবি জানান। আশার আলো জাগতে থাকে বাঙ্গালীর হৃদয়ে।
ডিসেম্বর, বিজয়ের ইতিহাস রচনার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাঙ্গালী। দীর্ঘ নয় মাসের রক্তক্ষরণের অন্ত প্রান্তে কোটি বাঙ্গালীর হৃদয়। রক্তিম সূর্য উঁকি দিয়ে ডাকে উশার আলোকে।
সময় হলো রক্তের দাম দেয়ার। তাই তো থেমে নেই বাংলামায়ের দামাল ছেলেরা।
অমানবিক অত্যাচার নির্যাতনের শিকারের পরও স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেয়নি এই দেশ মাতৃকাকে।
যুদ্ধবিধস্ত সেই দেশ আজ জাতির পিতার কন্যার হাত ধরে এগিয়ে যাচ্ছে বলে জানান এই সূর্যসন্তান।
রাত পোহালেই সেই মাহিন্দ্রক্ষণ। বাংলারমাটিতে পরাজিত শক্তির নির্লজ্জ আত্মসমর্পন। এই যেন বাংলার ইতিহাসের এক অবস্মরণীয় দিন।