একাত্তরের এদিন বহু নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
একাত্তরের এদিন বহু নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। ৭১ এর ১১ ডিসেম্বর রাতে সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন, নিজামউদ্দিন সৈয়দ নাজমুল হকসহ বেশ কয়েকজনকে বাসা থেকে অপহরণ করে আলবদর-আলশামরা। তবে, চরিত্রহীন কিছু রাজনীতিবিদের কারণে কলংকিত হচ্ছে মহান যুদ্ধের ইতিকথা, এমনটাই বলছেন রণাঙ্গনের বীর সৈনিকরা।
তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। এই প্রতিজ্ঞা নিয়েই বাংলার দামাল ছেলেরা দীপ্ত চিত্তে এগিয়ে গিয়েছিল মহানমুক্তি যুদ্ধে। সেই মুক্তিসংগ্রামে আজকের এই দিনে, দেশের বেশিরভাগ জেলা শত্রুমুক্ত করে আনে বীর সেনানীরা।
তবে, অর্থনৈতিক উন্নয়ন হলেও দেশের সামাজিক ও নৈতিক অবক্ষয়ে ম্লান হচ্ছে মুক্তিযুদ্ধের মর্যাদা, হতাশা সূর্যসন্তানের কণ্ঠে।সত্যিকারের স্বাধীনতার স্বাদ দেশের প্রত্যেককের কাছে পৌঁছাতে রাজনৈতিক শুদ্ধাচার জরুরি বলে মত এই বীর যোদ্ধার।