একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন অন্ধকারে নিমজ্জিত রেখেছিলেন খালেদা জিয়া
- আপডেট সময় : ০৬:৫৬:০০ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন অন্ধকারে নিমজ্জিত রেখেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, কতটা নিষ্ঠুর হলে এতদিন ১৫ আগস্ট তাঁর ভূয়া জন্মদিন পালন করে আসছেন তিনি। এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নয়, রাজনীতিতে টিকিয়ে রাখতেই বিদেশে নেয়ার চেষ্টা করছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেগম খালেদা জিয়া একাধিক জন্মদিনের নামে জাতিকে এতোদিন অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলো উল্লেখ করে তিনি বলেন, করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী তাঁর জন্মদিন ৮মে।
করোনা রোধে জনগণকে সচেতন করতে সারাদেশে দলীয় নেতাকর্মীদের ক্যাম্পেইন পরিচালনা করার আহবান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে, মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বেগম জিয়ার চিকিৎসা ও বিএনপির রাজনীতির সমালোচনা করেন দলটির এই যুগ্ম-সাধারণ সম্পাদক। পরে, সহস্রাধিক অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ করা হয়।