একাধিক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চুসহ একাধিক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মানিক ওরফে রকিব উদ্দিনকে গ্রেফতার করেছে রেব।
রেব-৫ ও ১২-এর যৌথ অভিযানে রাজশাহী মহানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে রেব-১২ কুষ্টিয়া ক্যাম্পে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে কমার্ন্ডিং ইনচার্জ ইলিয়াস খান জানান, ২০০৯ সালের ২৫ জুলাই কুষ্টিয়ার কুমরখালীর কয়া ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান জামিল হোসেন বাচ্চু তাঁর নিজ এলাকায় প্রক্যাশ্য দিবালোকে খুন হন। ওই মামলাসহ গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিল। তার বাড়ি কুমারখালীর বানিয়াপাড়া গ্রামে।
কুষ্টিয়া কুমারখালীতে একাধিক হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার