একুশ আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের লাশ নিয়ে রাজনীতি করেছে বিএনপি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত জোট সরকার কেবল হত্যা ও নাশকতাই নয়, মৃতদেহ নিয়েও অমানবিক রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, ২১ আগস্টসহ নানা সময়ে আওয়ামী লীগ কর্মীদেরকে হত্যা ও মৃতদেহ গুমেরও নির্দেশ দেয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক বৈঠকে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেকের বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী প্রথমেই ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণ করেন। এসময় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী, আওয়ামী লীগের মহিলা সম্পাদক আইভি রহমানের চিকিৎসা নিয়ে তৎকালীন সরকারের অপরাজনীতির কথা উল্লেখ করেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ সহযোগিতায় সংঘটিত এই নারকীয় ঘটনার শিকার পরিবারগুলো এখনো সেই বেদনা বয়ে বেড়াচ্ছে। সরকার ও আওয়ামী লীগ চেষ্টা করছে তা কিছুটা লাঘব করতে।
পরে সম্ভাব্যতা ও গুরুত্ব আলোচনা শেষে পাঁচ হাজার চার’শ ৪১ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় একনেক।