গ্রেনেড হামলা মামলার আসামীদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য প্রস্তুত রাষ্ট্রপক্ষ
- আপডেট সময় : ০২:১৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য প্রস্তুত রাষ্ট্রপক্ষ। গণমাধ্যমকে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে তড়িঘড়ি করে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্সের শুনানি শুরু হলে, হাইকোর্ট নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরী হবে বলে মনে করেন আসামীপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
২১ আগস্ট, ২০০৪। আর্জেস গ্রেনেডের উপর্যপুরি বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আওয়ামী লীগের সমাবেশে ঘাতকদের এই হামলার লক্ষ্য ছিলেন ওই সময় বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঘাতকদের ছোড়া গ্রেনেডে প্রাণ হারান নারী নেত্রী আইভি রহমান ২৪ জন। গ্রেনেডের প্রানঘাতী স্প্লিন্টারে আহত হন দুশোর বেশী আওয়ামী লীগ নেতাকর্মী।
তবে জজ মিয়া নাটকের কারণে নির্মম ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরুতেই হোচট খায়। সবশেষ আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে ফাঁসির আদেশ দেয় বিচারিক আদালত। তবে বিচার শেষের আগেই অন্য মামলায় বিএনপি-জামায়াত জোটের মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলমের ফাঁসি কার্যকর হয়।
এছাড়া যাবজীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১৮ আসামী এখনো পলাতক। আর কারাগারে রয়েছেন ৩১ জন। এর মাঝে বহুল আলোচিত এই মামলার পেপার বুক পৌঁছেছে হাইকোর্টে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা অনুমোদনের জন্য দুটি মামলায় ৩৭ হাজার ৩৮৫ পৃষ্ঠার নথিসহ এই রায়ের কপি হাতে পেয়েছে রাষ্ট্রপক্ষ। অনুলিপি পাবার আবেদনও করেছে আসামীপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনের পর প্রধান বিচারপতির অনুমোদনে একটি বিশেষ বেঞ্চে আলোচিত এই মামলার শুনানি হতে পারে বলেও জানান আইনজীবীরা।