এখন কুড়িগ্রামের কলেজ রোডে ‘স্বপ্ন’

- আপডেট সময় : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৯২ বার পড়া হয়েছে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন এখন কুড়িগ্রামের কলেজ রোডে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১২ টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান জেলা পরিষদ, কুড়িগ্রাম এবং সাবেক এমপি কুড়িগ্রাম-২ এর মোঃ জাফর আলী, ফ্রাঞ্চাইজি পার্টনার সাজ্জাদ, রংপুর জোনের জোনাল ম্যানেজার অব অপারেশন মোঃ শাহ নেওয়াজ মজুমদার রনি, আউলেট ম্যানেজার নিয়াজ মাহমুদ, এক্সিকিউটিভ ফ্রাঞ্চাইজি এক্সপেনশন মোঃ রবিউল ইসলামসহ অনেকে। এটি স্বপ্নের ২৪৬ তম আউটলেট।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৪২টি জেলায়। কুড়িগ্রামের কলেজ রোডে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেট থেকে নিয়মিত বাজারের সুযোগ পাবেন।
স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।
নতুন আউটলেটের ঠিকানা : স্বপ্ন কুড়িগ্রাম আউটলেট, পুরাতন রেজিষ্ট্রি পাড়া, কলেজ রোড, (শিশু নিকেতন স্কুলের বিপরীতে) কুড়িগ্রাম।