এখন থেকে ১০০ টাকাতেই করা যাবে করোনা পরীক্ষা
- আপডেট সময় : ০৮:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
এখন থেকে ১০০ টাকাতেই করা যাবে করোনা পরীক্ষা- যা দু’য়েক দিনের মধ্যেই কার্যকর হবে। এমনটা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা পরীক্ষা করাতে ফি আরোপ করায় টেস্ট কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অবস্থা বিবেচনা করে এখন ফি কমানো হচ্ছে। অন্যদিকে করোনার প্রকোপ ধীরে ধীরে কমে আসায় বেশকিছু কোভিড হাসপাতালকে আবার নন-কোভিডে রূপান্তরের কাজ শিগগিরই করা হবে বলেও জানান মন্ত্রী। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্বাস্থমন্ত্রী। করোনা নিয়ে সুখবর জানাতেই এই সংবাদ সম্মেলন।
তিনি বলেন, করোনা পরীক্ষা ফি এর কারনে অনেকেই আগ্রহ পেতেন না। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার কমানো হলো ধার্যকৃত ফি যা দু’একদিনেই কার্যকর হবে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে কিটের কোন অভাব নেই, বেডেরও অভাব নেই , অচিরেই সাধারণ চিকিৎসার জন্য কিছু হাসপাতালকে চিহ্নিত করে দেয়া হবে।
ভ্যাকসিনের ব্যাপারে মন্ত্রী জানান, যারাই ভ্যাকসিন তৈরীর কাজ করছে তাদের সাথেই যোগাযেগ রাখছে সরকার, যেটি দেশের জন্য ভাল হবে সেটাই গ্রহণ করা হবে বলেও জানান জাহিদ মালেক।