এখন দেশে দেশে তৈরি হচ্ছে ‘ভ্যাকসিন পাসপোর্ট’
- আপডেট সময় : ০৮:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনার কারণে ভ্রমণ এবং বিনোদন জগত বন্ধ ছিল দীর্ঘদিন। যার ফলে মানতে হয়েছে ব্যাপক ক্ষতি। তাই অর্থনীতির চাকা সচল রাখতে এখন দেশে দেশে তৈরি হচ্ছে ‘ভ্যাকসিন পাসপোর্ট’। তবে এর ন্যায়সম্মত কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে শুরুতেই।
করোনা মহামারির প্রকোপ কিছুটা কমতেই শুরু হয়েছে বড় জমায়েত নিরাপদ করার নানা উদ্যোগ। তাই ‘ভ্যাকসিন পাসপোর্ট’ তৈরি হচ্ছে বিভিন্ন দেশে। এই বিশেষ পাসপোর্টের কাজ- সংশ্লিষ্ট ব্যক্তির চেহারা চেনানো এবং তিনি করোনা সংক্রমণমুক্ত কিনা তা জানানো। এমন ‘প্রবেশপত্র’ তৈরির কাজ করছে বায়োমেট্রিক কোম্পানি- আইপ্রুভ এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান- এমভাইন। ব্রিটেনে, সরকারের অর্থায়নে সে দেশের জাতীয় স্বাস্থ্য সংস্থা- এনএইচএস-এর জন্য ভ্যাকসিন পাসপোর্ট তৈরি করছে তারা। আশা করা হচ্ছে, ভ্যাকসিন পাসপোর্ট এলে ব্রিটেনের অনেক অঞ্চল, বিশেষ করে ম্যানচেস্টারে রাতের জীবনে আবার ফিরবে বিনোদন। ফলে ফের চাঙ্গা হবে বিনোদন জগতের ব্যবসা।
ম্যানচেস্টারের পার্কলাইফ মিউজিক ফেস্টিভ্যালের উপদেষ্টা এবং সহ-প্রতিষ্ঠাতা স্যাচা লর্ড মনে করেন, এমন পরিচয়পত্র খুব দরকার। তার মতে, বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপভোগ করা না গেলে উৎসবকে কখনো উৎসব মন হয় না। স্যাচা মনে করেন, সেভাবে সংগীত উৎসব উপভোগের সুযোগ দিতে করোনা সংক্রমিত কেউ আসরে ঢুকে পড়ছে কিনা তা নিশ্চিত করতে ভ্যাকসিন পাসপোর্ট খুব কাজ দেবে।
আইপ্রুভের প্রধান নির্বাহী আন্দ্রে বাড অবশ্য জানান, সবাইকে প্রবেশের সুযোগ করে দেয়ার বিষয়টি তাদের দায়িত্ব নয়। তাদের দায়িত্ব শুধু ভ্যাকসিন পাসপোর্ট তৈরি করে অর্থনীতির চাকা আবার সচল করায় ভূমিকা রাখা। আর বিশেষজ্ঞরা মনে করছেন, এই ‘পাসপোর্ট’ যেমন কাউকে করোনামুক্ত বলে অনুষ্ঠান উপভোগের অবারিত সুযোগ করে দিতে পারে, তেমনি আবার একজনের কারণে তার সঙ্গের সবাইকেই ফেলতে পারে বাতিলের খাতায়। ফলে উঠতে পারে বৈষম্যমূলক আচরণের অভিযোগ।