এখনই শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বন্ধ করা হবে না : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি– বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিকেলে ডিসি সম্মেলন শেষে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এখনই শিক্ষার্থীদের সশরীরে পাঠদান বন্ধ করা হবে না। তবে ওমিক্রন ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইন ক্লাস দেয়া হবে। দীপু মনি বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওমিক্রনে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছে তারা। কেউই গুরুতর অসুস্থ হয়নি। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রমে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। গতকাল পর্যন্ত ৮৫ লাখ শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় এসেছে বলে জানান তিনি।