এখনও বাঁশ আর খড় দিয়ে তৈরি ঘরেই বসবাস যাদের
- আপডেট সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
আধুনিক অট্টালিকার মোহ আকর্ষণ করতে পারেনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রাজাগাঁও গ্রামের কয়েকটি পরিবারকে। শত বছরের ঐতিহ্য আর তুলনামূলক আরামে থাকতে এখনও বাঁশ আর খড় দিয়ে তৈরি ঘরেই বাস করছেন তারা।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের রাজাগাঁও গ্রাম। ভারতীয় সীমান্ত ঘেঁষেই গ্রামটি। দোকান -পাট, উন্নত চাষাবাদ প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক চা চাষ, আম বাগান গড়ে ওঠায় স্থানীয়রা আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠেছেন। গ্রামটিতে বিদ্যুৎ আর ক্যাবল টেলিভিশনের বরাতে প্রত্যন্ত পল্লীর মলিনতার ছাপ মিটে গেছে। আদল তৈরি হয়েছে শহুরে আবহের। নতুন নতুন ফসলের মাঠ আর তার ফলন চাষীদের সাশ্রয়ী করে তুলেছে। এর সঙ্গে পারিবারিক ঐতিহ্য আর একটু পুরনো ধাঁচে জীবন যাপনে পুরনো ঘরবাড়ি মেরামত করেই চলছে এসব পরিবারের সদস্যদের বসবাস।
পুরোনো কুঁড়ে ঘরের বাস কোন আক্ষেপ তৈরি করতে পারেনি নতুন প্রজন্মের শিশু কিশোরদের। তাদের দাবি, যে কোন পরিস্থিতির আবহাওয়ায় কুঁড়েঘর বেশ আরামদায়ক।আর প্রবীণরা বলছেন, বর্তমান সময়ে ফসল সংরক্ষণের যে সব উপায় রয়েছে তার চেয়েও অনেক ভালো খড়ের গোলাঘর। বাঁশ আর খড়ের ছাউনির কুঁড়ে ঘরগুলো মাথা উঁচু করে নতুন প্রজন্মকে জানান দিচ্ছে হাজার বছরের পথচলার গল্প।