এখনো মনোনয়নপত্র দাখিল করেননি আওয়ামী লীগ বিএনপির হেভিওয়েট প্রার্থীরা
- আপডেট সময় : ০৯:১০:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঢাকা সিটি নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার একদিন বাকি থাকলেও এখনো মনোনয়নপত্র দাখিল করেননি আওয়ামী লীগ বিএনপির হেভিওয়েট প্রার্থীরা। তবে উভয় সিটিতে মেয়র প্রার্থীর পাশাপাশি মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে অনেকেই মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে, নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে আগামিকাল মঙ্গলবার মাঠে নামবে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।
ঢাকা উত্তর সিটি নির্বাচনে রিটার্নিং কার্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে ইভিএম প্রশিক্ষণ। যেখানে সম্ভাব্য প্রার্থীদের এই প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে নির্বাচনী কর্মকর্তারা।
তবে সব প্রার্থীই ইভিএম নিয়ে শংকামুক্ত নয়। মনোনয়নপত্র জমা দিতে আসা অনেক কাউন্সিলর প্রার্থীর কন্ঠেই ছিল এ নিয়ে উদ্বেগ।
মনোনয়নপত্র দাখিলের একদিন বাকী থাকলেও উত্তরে জমা পড়েনি কোনো হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র। তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ছিলো উৎসাহ উদ্দীপনা। মেয়র পদে ১টি মনোনয়নপত্র জমা পড়লেও কাউন্সিলর ও সংরক্ষিত মিলে জমা পড়েছে ৮১ টি আবেদন।
ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫টি ওয়ার্ডের বিপরীতে ৫৩ কাউন্সিলর, ১১ মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন জমা দিলেও মেয়র পদে জমা পড়েছে মাত্র দুটি মনোনয়নপত্র।
দক্ষিণ রিটার্নিং কর্মকর্তা বলছেন, আচরণবিধির বিষয়ে কঠোর থাকবে নির্বাচন কমিশন।
এদিকে, সোমবার নির্বাচনী এলাকায় কোনো সরকারি কর্মকর্তাকে কমিশনের অনুমতি ছাড়া বদলি না করতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।