এডিস মশা নিধনে ‘বিটিআই’ প্রয়োগের সিদ্ধান্ত সিটি কর্পোরেশনর
- আপডেট সময় : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৬১৩ বার পড়া হয়েছে
এডিস মশা নিধনে আবার ‘বিটিআই’ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কয়েক দশক আগে ব্যবহৃত মশা মারার এই কীটনাশকের কার্যকারিতা নিয়ে বিতর্ক থাকলেও, বিটিআই ‘পরিবেশ বান্ধব’– বলে জানান কীটতত্ত্ববিদরা। এডিস মশা নিধনে সবাইকে সক্রিয় হওয়ার তাগিদ দেন উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বিবেকের তাগিদে সবাইকে কাজ করতে হবে।
সারাদেশে বর্তমানে সবচেয়ে আতঙ্কের নাম- ডেঙ্গু। ডেঙ্গুর স্রষ্টা এডিস মশা নিয়ে বিপাকে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভা। মশা নিধনে মেয়রদের দৌড়ঝাঁপের কমতি নেই। তবে মশা মারার কীটনাশকের কার্যকারিতা নিয়ে সন্দেহ আছে বিভিন্ন মহলে।
কয়েক দশক আগেও মশার লার্ভা নিধনে যে ব্যাকটেরিয়া ব্যবহার করা হতো, এবার সেই বিটিআই আবার প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন। যদিও তারা এটি নতুন কীটনাশক বলে দাবি করছেন।
মশা নিধন অভিযানে নগরীর অনেক বাড়ীতে প্রবেশের অনুমতি মেলে না। তাই সরকারের কাছে বাড়তি ১০ জন মেজিস্ট্রেটের দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র।
ডেঙ্গু মোকাবিলায় শুধু সিটি কর্পোরেশন নয়, কাউন্সিলরদেরকেও মানবিক তাড়নায় কার্যকর ভূমিকা রাখতে বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
ফিল্ড ট্রায়ালের কাজ শেষে আগামী রোববার থেকেই মশা নিধনে বিটিআই প্রয়োগ করা হবে বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।