এডিসি কামরুল ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
- / ১৯৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের ১১ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ ড. জেবুন্নেছার আদালত এই নির্দেশ দেয়। এর আগে সিএমপির ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার কামরুল হাসান ও তার স্ত্রীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান করে দুদক। অনুসন্ধান শেষে ১১ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় প্রতিষ্ঠানটি। বিষয়টি বুঝতে পেরে সম্পদ বিক্রি ও হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে কামরুল সায়মা দম্পত্তি। তাই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোকের আবেদন করে দুদক। শুনানী শেষে দুদকের আবেদন গ্রহণ করে সব সম্পদ ক্রোকের আদেশ দেয় আদালত।