এতিম শিক্ষার্থীদের পাশে জেসিয়াই ঢাকা মেট্রো ও আইএইচএফ
- আপডেট সময় : ১২:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
গত ২০ এপ্রিল এতিম শিক্ষার্থী ও দুঃস্থ মানুষের মধ্যে জেসিয়াই ঢাকা মেট্রো ও ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন একযোগে ইফতার বিতরণ করেছে। সদস্য এবং শুভাকাঙ্ক্ষী সবার অংশগ্রহণে এই প্রচেষ্টাটি ১৫ থেকে ২০ এপ্রিল পর্যন্ত চালানো হয়।
বনানী এলাকার এবং দক্ষিণ ভাসানটেকের বাইতুল মাবুদ জামে মসজিদের প্রায় ৩০০ দুঃস্থ মানুষ আর শিক্ষার্থী এ উদ্যোগের আওতায় আসেন। ২০ এপ্রিল তারিখে বিতরণ সমাপ্ত করা হয়।
এই ইভেন্টে লীড হিসাবে ছিলেন এইচ. কে হূমায়ূণ কবির, যিনি ইভেন্ট ডিরেক্টর হামিদুজ্জামান সোহাগ (লোকাল কমিটি চেয়ার) এর সাথে প্রচেষ্টাটি চালান জেসিয়াই ঢাকা মেট্রোর পক্ষ থেকে। কোওরডিনেটর হিসাবে ছিলেন আনন্দ কুটুম (সেক্রেটারি জেনারেল) এবং এরশাদুল আসিফ (লোকাল কমিটি চেয়ার)।
তাহসিন জামান নাইম, ইন্টারনাল ভাইস-প্রেসিডেন্ট, দায়িত্ব নেন টিম অরগানাইযিং এবং ডিপ্লয়মেন্ট-এর। আল-আমিন (এক্সটারনাল ভাইস- ভাইস-প্রেসিডেন্ট) এবং ফারাহ নায ফিরোজ (ট্রেযারার) ও বিতরণের সময় উপস্থিত ছিলেন। আইএইচএফ এর পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি মাইশা লুবাবা সহযোগিতাটি শুরু করেন। আইএইচএফ-এর স্বেচ্ছাসেবকরাও প্রতিদিন অংশগ্রহণ করেন।
এ সম্পর্কে জেসিয়াই ঢাকা মেট্রোর বর্তমান লোকাল প্রেসিডেন্ট সানামা ফয়েজ বলেন, ‘রমজান মাসে কিছু একটা করতে পেরে আমরা আনন্দিত। এই প্রচেষ্টাটি আমাদের মেম্বার এনগেজমেন্ট প্রোগ্রাম-এর একটি অংশ। সম্পূর্ণ ইভেন্ট- টি পরিচালিত করেছেন একজন সাধারণ সদস্য। আমরা পরিকল্পনা করছি সারা বছর ধরেই এরকম প্রচেষ্টা চালাতে যাতে সদস্যরা ক্ষমতায়িত হতে পারেন।’
জেসিআই একটি অলাভজনক আন্তর্জাতিক এবং বেসরকারি যুব সংগঠন যার সদস্যদের বয়স সীমা ১৮ থেকে ৪০। এই সংস্থাটি সারা বিশ্বে সমাজকল্যাণমূলক এবং সক্রিয় নাগরিক গড়ে তোলার জন্য নিবেদিত। জেসিয়াই ঢাকা মেট্রো জেসিআই বাংলাদেশ এরই এক অংশ এবং একটি নতুন প্রতিষ্ঠান।
আইএইচএফ শিক্ষা এবং প্রয়োজনীয় জীবন দক্ষতা প্রদানের মাধ্যমে মানুষের মঙ্গল এবং সুবিধাবঞ্চিতদের তাদের অবস্থার উন্নতির উপকরণ দেয়। আইএইচএফ স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের মানবাধিকার নিশ্চিত করতে বিনা মূল্যে পাঠদান করে থাকে।