এনআইডি সার্ভার থেকে তথ্য ফাঁসের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
এনআইডি সার্ভার থেকে তথ্য ফাঁসের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।আর আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন, তথ্য ফাঁসে দায় এড়ানোর সুযোগ নেই। তবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান , এনআইডির তথ্য যাচাইকারী ১শ ৭১ টি প্রতিষ্ঠান থেকে ফাঁস হয়েছে কি না-তা খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সরকারী ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর রীতিমত উদ্বেগ তৈরী হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
এ নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় পরিচত্রপত্রের অনুবিভাগরে মহাপরিচালক। তিনি জানান , সার্ভার হ্যাক করার কোনো সুযোগ নেই।
আলাদা অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী তথ্য ফাসের ঘটনা স্বীকার করে বলেন, ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা কারিগরি দুর্বলতা।
এদিকে সচিবালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকেদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী । নাগরিক তথ্য ফাঁসের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানান তিনি।
নাগরিকদের তথ্য গোপন রাখা সরকারে দায়িত্ব বলেও মনে করেন তিনি।