এনএসআই ও সেনাবাহিনীসহ সরকারি চাকরি দেয়ার নামে কোটি টাকার হাতিয়ে নেয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৭:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় চাকরি দেয়ার প্রলোভন চক্রের দুই প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এনএসআই ও সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। গতকাল রাতে চুয়াডাঙ্গার মুক্তিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটক রাশেদুজ্জামান ওরফে শান্ত ও বিল্লাল হোসেনের কাছ থেকে নগদ ১৮ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থায় চাকরির নামে প্রতারণা করছিলো তারা। সম্প্রতি এনএসআইতে জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগের বিজ্ঞাপন দেখে চাকরির আশ্বাসে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। আলমডাঙ্গার কাবিল নগরের আব্দুর সবুর ওই প্রলোভনে পড়ে মোটা অঙ্কের টাকা শান্তর হাতে তুলে দেন। প্রতারিত ছেলের পক্ষে গতকার রাতে সদর থানায় মামলা করেন বাবা আব্দুল লতিফ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান জানান, প্রতারক শান্ত এখন অর্ধকোটি টাকার মালিক। এর আগে বিজিবির বাবুর্চি হিসেবে কাজ করতেন তিনি।