এফএ কাপের সেমিফাইনেল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
এফএ কাপের সেমিফাইনেল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সেমিফাইনালে উঠার লড়াইয়ে সাউদাম্পটনকে ৪-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। আর নটিংহামকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে লিভারপুল।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১২ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে লিড নেয় সিটি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আত্মঘাতি গোলে সমতায় ফেরে সাউদাম্পটন। ৬২ মিনিটে আবারও ম্যান সিটি, পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয় ডি ব্রুইনা। ১৩ মিনিট পর ফিল ফোডেনের গোলে ব্যবধান দ্বিগুন করে সিটি। আর ৭৮ মিনিটে রিয়াদ মাহেরাজের গোলে বড় জয় নিশ্চিত হয় সিটিজেনদের। অন্যদিকে শেষ আটের ম্যাচে দিয়েগো জোতার একমাত্র গোলে নটিংহামকে হারিয়েছে লিভারপুল। সেমিফাইনেলে সিটির প্রতিপক্ষ লিভারপুল। আর চেলসি খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।