এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নিলো ক্লাব জুভেন্টাস

- আপডেট সময় : ০২:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নিলো রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাস। দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে তুরিনের ক্লাবটি। তবে, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন লিলকে ২-১ গোলে হারিয়েছে ব্লুরা।
প্রথম লেগের ২-০ গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে লিলের মাঠে খেলতে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। তবে, শুরুতেই কাঁপন ধরায় স্বাগতিকরা। লিলের টার্কিস স্ট্রাইকার বরিক ইলমাজ পেনাল্টি থেকে এগিয়ে নেন দলকে।
চেলসির জালে বল জড়িয়ে চমক দেখালেও ব্লুজদের মাটিতে নামাতে পারেনি লিল। প্রথমার্ধেই ম্যাচে ফেরে চেলসি। আমেরিকান উইংগার ক্রিস্টিয়ান পুলিসিস সমতায় ফেরান ইংলিশ জায়ান্টদের।
ম্যাচ শেষ হওয়ার বেশ আগেই কোর্য়াটার প্রায় নিশ্চিত চেলসির। তারপরও দুর্বার, অপ্রতিরোধ্য দ্যা ব্লুজ। এবার ক্যাপ্টেন আজপ্লেকুয়েতা বল পাঠান লিলের জালে। দুই লেগ মিলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইংলিশ ক্লাবটির।
শেষ ষোলোর আরেক ম্যাচে স্প্যানিস ক্লাব ভিয়ারিয়ালকে আতিথ্য দেয় জুভেন্টাস। প্রথম লেগের ম্যাচ ছিল ১-১ গোলে ড্র। তাই এই ম্যাচে যারা জিতবে তারাই যাবে পরের রাউন্ডে।
অঘটনের ম্যাচে ৭৮ মিনিটে প্রথম গোল ভিয়ারিয়ালের। পেনাল্টি থেকে স্কোর করেন জেরার্ড মোরেনো। ম্যাচের দ্বিতীয় গোলটা করেন ডিফেন্ডার পাও তোরেস। কর্ণার থেকে হেডে জুভেন্তাসের জাল কাপান এই স্প্যানিশ ডিফেন্ডার।
ম্যাচের অতিরিক্ত সময়ে হয় আরও এক গোল। তাতেই বড় হার দিয়ে বিদায় নিশ্চিত হয়ে জুভেন্টাসের।