এবার এইচএসসি রেজাল্টে প্রায় ২০ হাজার জিপিএ-৫ বেড়েছে রাজশাহী বোর্ডে
- আপডেট সময় : ০৭:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এইচএসসির রেজাল্টে প্রায় ২০ হাজার জিপিএ-৫ বেড়েছে। কোনো অকৃতকার্য শিক্ষার্থী নেই, পাস করেছে সবাই। তবে করোনা পরিস্থিতিতে এ রেজাল্টকে ভাল-মন্দ বিচার না করে আগামীর জন্য প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষা ব্যবস্থার অচলাবস্থা কাটিয়ে উঠতে সরকারের অটো পাসের সিদ্ধান্ত ইতিবাচক।
ফল প্রকাশের পর কলেজগুলোতে এবার আর নেই হৈচৈ বা আনন্দায়োজন। নেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস কিংবা মন খারাপের কারণ। করোনা পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্তে বিশেষ ব্যবস্থায় সবাই উত্তীর্ণ হয়েছে এইচএসসিতে। যদিও শতভাগের পাসের আনন্দে মিষ্টিমুখ করার আয়োজন ছিল শিক্ষকদের মাঝে।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল প্রায় দেড় লাখ। করোনার কারণে এবার পরীক্ষা নেয়া যায় নি। তবে রেজাল্টে উত্তীর্ণ হয়েছে সবাই।
ফল নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরাও।
জিপিএ-৫ পেয়েছে ২৬হাজার ৫৬৮জন। যদিও গেল বছর এ সংখ্যা ছিল মাত্র ৬ হাজার ৭২৯। তবে এবার জিপিএ-৫ এর ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা।
করোনাজটে আটকে পড়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার এই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। তবে এবারের পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনার সুয়োগ আরো প্রসারিত হলো মনে করেন শিক্ষাবিদরা।
গেল বছর এইচএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৬ দশমিক ৩৮ শতাংশ।