এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’। ভারত মহাসাগর ও পাশের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানায়, এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ ও মিয়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে। এরপর ওই নিম্নচাপ উত্তর ও উত্তর-পশ্চিমে বাঁক নিয়ে রোববার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশ ঘেঁষে এগিয়ে যাবে। ২১ মার্চ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ২২ মার্চ পর্যন্ত উত্তর ও উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে।