এবার নওগাঁয় চাষ হয়েছে ৯ জাতের বিদেশি আম
- আপডেট সময় : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
এবার নওগাঁয় চাষ হয়েছে ৯ জাতের বিদেশি আম। গাছ জুড়ে ঝুলছে লাল আর খয়েরি রঙের আম। বিভিন্ন রঙের এসব আম নজর কাড়বে যে কারো। এ সব জাতের আম চাষে আগ্রহ বাড়ছে তরুণ চাষিদের। জেলাজুড়ে কয়েক’শ টন আম রপ্তানির প্রস্তুতি চলছে জোরেসরে।
নওগাঁর সাপাহারের সোহেল রানা নামে এক কৃষক ৮০ বিঘা বাগানের বড় অংশ জুড়ে বিদেশী আম চাষ করেছেন।এসব আম মূলত থাইল্যান্ড, ইতালি, মেক্সিকো, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে উৎপাদিত হয়। মাত্র ৩ বছরের চেষ্টায় সফল কৃষক জানান, রপ্তানির আশায় চাষ করছেন তিনি।।
শুধু সোহেলের বাগানই নয়, দেশীয় আমের পাশাপাশি বিদেশী জাতের আম চাষে আগ্রহ বাড়ছে জেলার বহু তরুন কৃষকের। দ্রুই সংগ্রহ শুরু হবে এসব আম।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর বলছে, নওগাঁর মাটি সকল আম চাষের উপযোগী। ফলে অর্গানিক পদ্ধতিতে এসব আম উৎপাদনে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।
এ বছর জেলায় সাড়ে ২৯ হাজার হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে।