এবার বড় পরিসরে উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস
- আপডেট সময় : ০৮:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮২৫ বার পড়া হয়েছে
করোনা মহামারীর পর এবারই বড় পরিসরে উদযাপিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি এরপর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এদিকে, শহীদ মিনার এলাকা পরিদর্শনের পর ডিএমপি কমিশনার জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো ধরণের নিরাপত্তা ঝুঁকি নেই। নেই জঙ্গী হামলার আশঙ্কা।
বছর ঘুরে আবারও হাজির মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারী। ৫২’র ভাষা আন্দোলনে, মায়ের ভাষা বাংলা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দেন শহীদ সালাম, জব্বার, রফিক, বরকত। সেই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি।
মাতৃভাষা দিবসের নির্দেশনা ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,করোনা মহামারীর পর এবার বড় করে মাতৃভাষা দিবস পালন করা হবে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহবান জানিয়ে সবাইকে শান্তিপূর্ণ থেকে শহীদ দিবসের ভাবগাম্ভীর্য বজায় রাখার অনুরোধ করেন অধ্যাপক আখতারুজ্জামান।
এদিকে দিবসটি উপলক্ষে আইন শৃঙ্খলার পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা দেখতে দুপুরে শহীদ মিনার প্রাঙ্গন ঘুরে দেখেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তিনি বলেন, শহীদ মিনার ঘিরে দুইভাগে বিভক্ত থাকবে নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকা থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায়। তল্লাশীর পর প্রবেশের অনুমতি মিলবে।
মাতৃভাষা দিবসকে ঘিরে জঙ্গি হামলার কোনো আশংকা নেই বলেও জানান ডিএমপি কমিশনার।
অমর একুশেতে শহীদ মিনার এলাকায় যান চরাচল নিয়ন্ত্রণে থাকবে। বকশি বাজার ক্রসিং থেকে জগন্নাথ হল ক্রসিং, চানখার পুল ক্রসিং, টিএসসি থেকে শিববাড়ী মোড় এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর ক্রসিং দিয়ে প্রবেশ করা যাবে না। সাধারণ মানুষ শহীদ মিনারে যেতে হলে পলাশী ক্রসিং সড়ক দিয়ে প্রবেশ করবে এবং বের হতে হবে দোয়েল চত্বর দিয়ে।