এবার সরাসরি কৃষকের কাছ থেকে প্রতিকেজি ধান ২৭ টাকায় কেনা হবে
- আপডেট সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
গত কয়েক বছরের তুলনায় নওগাঁয় এবার বোরোর ফলন ভালো হয়েছে। ভালো দামের ঘোষণা এলেও নানা জটিলতায় সরকারি গুদামে ধান দিতে চায় না বেশিরভাগ কৃষক। এদিকে, কাল থেকে দিনাজপুরে শুরু হচ্ছে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান। এবার সরাসরি কৃষকের কাছ থেকে প্রতিকেজি ধান ২৭ টাকায় কেনা হবে।
নওগাঁর প্রতি বিঘা জমিতে গড়ে ২৮ থেকে ৩০ মন ধান পাচ্ছে কৃষক। শেষ পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলে ভালোভাবেই সোনার ফসল ঘরে তুলতে পারবে তারা।
এরইমধ্যে কৃষকের কাছ থেকে ধান কেনার ঘোষণা দিয়েছে সরকার। ১ হাজার ৮০ টাকা মন দরে কেবল নওগাঁ থেকেই কেনা হবে প্রায় ২৫ হাজার ৭শ’ মেট্রিকটন। তবে নানা জটিলতায় সরকারি গুদামে ধান বিক্রি করতে চায় না কৃষক।
ধান সংগ্রহ কার্যক্রমে কৃষককে শতভাগ সহযোগিতার নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী।
এদিকে, বোরোর বাম্পার ফলন হয়েছে দিনাজপুরে। এরিমধ্যে ২০ শতাংশ ধান মাড়াই করা হয়েছে। সরকার প্রতিকেজি ধানের দাম ২৭ টাকা ঘোষণা করায় খুশি কৃষক।
কিন্তু, শেষ মূহুর্তে বিরল-কাহারোলসহ কয়েকটি উপজেলায় ব্লাষ্টের প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষক। তবে, ন্যায্যদাম পেলে ক্ষতি কাটিয়ে উঠার আশা করে তারা।
তবে, ধান উৎপাদনে খরচ নির্নয়ে সরকারের পদ্ধতি সঠিক নয় বলে দাবি করেছে কৃষক নেতারা।
তিনটি উপজেলা থেকে এবার অ্যাপসের মাধ্যমে ধান কেনা হবে। এই দামে কৃষক লাভবান হবে বলে দাবি করছে, কৃষি বিভাগ।
দিনাজপুরে এবার প্রায় সাড়ে ১১ লাখ মেট্রিক টন ধান থেকে সাড়ে আট লাখ চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।