এবার হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৩১ মে
- আপডেট সময় : ০৮:৪৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
এবার হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৩১ মে। আর যাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।
দুপুরে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের এ তথ্য জানান। বলেন, ‘করোনার দুই বছরে হজ করা হয়নি। এ বছর মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেজন্য অত্যন্ত দ্রুত সময়ে সৃষশ্লষ্ট কাজগুলো করা প্রয়োজন। তবে সব প্রস্তুতি সম্পন্ন করে ৩১ মে’র মধ্যে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন হজ এজেন্সিস অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -হাব নেতারা। একই সঙ্গে বিমান ভাড়াও কমানোর দাবি জানিয়েছেন হাব সভাপতি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। করোনা মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।