এবার হজের সময় কাবাঘর ও হজরে আসওয়াদ পাথর স্পর্শ নিষিদ্ধ
- আপডেট সময় : ০৮:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে সংক্রমণ এড়াতে এবার হজের সময় কাবাঘর ও হজরে আসওয়াদ পাথর স্পর্শ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে তাওয়াফের সময় লোক সমাগম করতেও বারণ করা হয়েছে।
হজের বিষয়ে এক স্বাস্থ্য নির্দেশনায় এসব জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কাবাঘর স্পর্শ করা হজে মুসল্লিদের আকাঙ্ক্ষিত বিষয়। কিন্তু সংক্রমণ এড়াতে ইসলামের পবিত্র এ ঘরের দেয়াল কিংবা হজরে আসওয়াদ এবার স্পর্শ করা যাবে না। নামাজের সময় এমনকি কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজীদের। সীমিত সংখ্যক হাজী মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন। হজের সময় সংক্রমণ এড়াতে সৌদির সেন্টার ফর ডিজিজেস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের সুপারিশে এ নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৯ জুলাই থেকে। চলবে ২ আগস্ট পর্যন্ত। এই সময়ে হাজী ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এবার মাত্র ১০ হাজার মুসল্লি হজব্রত পালন করতে পারবেন। অন্য বছর এই সংখ্যা থাকে ২৫ থেকে ৩০ লাখ।