এবারও পয়লা জানুয়ারিতে বই উৎসব হচ্ছে না : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি বিবেচনায় এবারও পয়লা জানুয়ারিতে বই উৎসব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে, বছরের প্রথম দিনেই বই বিতরণ করা হবে। রাজধানীর মাতুয়াইলে ২০২২ সালের পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানা পরিদর্শন করেন তিনি। পরে, শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
তিনি আরও জানান, নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও আগের মতো আংশিকভাবে পাঠদান চলবে। আগামী মার্চ পর্যন্ত এটি বহাল থাকবে। শিক্ষামন্ত্রী বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ক্লাস ধরে ধরে শিক্ষার্থীদের এনে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। ফলে বিতরণে কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীদের সবাই সময়মতো হাতে বই পেয়ে যাবে। শিক্ষামন্ত্রী বলেন, পহেলা জানুয়ারি স্বাস্থ্যবিধির কারণে সবাইকে বই দেয়া যাবে না। কিন্তু এক তারিখের আগেই ৯৫ শতাংশের বেশি বই স্কুলে স্কুলে পৌঁছে যাবে। বাকিটা ৭ তারিখের মধ্যে যাবে। দীপু মনি বলেন, ‘মাধ্যমিকের বই ২১ কোটি কপি বাঁধাই হয়ে গেছে। সরবরাহ হয়েছে ১৭ কোটিরও বেশি। ২০২২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে সরকার বই দিতে পারবে বলে আশা করেন তিনি।