এবারও বিদেশীদের হজ পালনে নিষেধাজ্ঞার কথা ভাবছে সৌদি সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
টানা দ্বিতীয় বছরের মতো বহিরাগত বা বিদেশিদের জন্য হজে যাওয়া বন্ধে চিন্তা-ভাবনা করছে সৌদি আরব। এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে পবিত্র মক্কা নগরীতে হজ করতে আগ্রহী মুসল্লিদের উপস্থিতি সীমিত সংখ্যক হবে।
বিশ্বজুড়ে করোনার ঊর্ধ্বগতি এবং করোনার নতুন রূপ শনাক্তের উদ্বেগ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে।
প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বহিরাগতদের হজের জন্য প্রবেশে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশটির যে সকল নাগরিক করোনার টিকা নিয়েছেন। অন্তত ছয় মাস আগে করোনা থেকে সুস্থ হয়েছে তারাই কেবল হজ করার জন্য সুযোগ পাবেন।
সৌদি সরকার গত ফেব্রুয়ারি মাসে ২০ দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।