এবারও সীমিত পরিসরে কঠোর বিধি মেনে সৌদি আরবে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা
- আপডেট সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
করোনা মহামারির মধ্যে এবারও সীমিত পরিসরে কঠোর বিধি মেনে সৌদি আরবে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। বহির্বিশ্বের কেউ সুযোগ না পেলেও সৌদিতে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে অংশ নিচ্ছেন ৬০ হাজার মুসলিম।
হজ সম্পন্ন করতে মুসল্লিদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। সৌদির স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন অনুমতি পাওয়া হজযাত্রীরা।
মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায় চলাচলে হাজিদের জন্য প্রস্তুত ৩ হাজার বাস। থাকছে ৫১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ৫৯৪ চিকিৎসক ছাড়াও থাকবে আরও ৩শ’ স্বাস্থ্যকর্মী। হাজিদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। করোনা ছাড়া অন্য কোনো রোগ আছে কিনা তাও পর্যালোচনা করা হয়েছে।এমনকি হাজীদের খাবারেও রয়েছে ভিন্নতা। আগেভাগেই খাবারও প্রস্তুত করে রাখা হয়েছে। এবার হজের খুতবা পাঠ করবেন শায়খ আবদুল আজিজ বালিলা। ১৯ জুলাই পবিত্র হজ পালন হবে।