এবারের বাজেট রাজনীতির উপাদান বিবর্জিত আমলাতান্ত্রিক বাজেট : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
- আপডেট সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
২০২৩-২৪ অর্থবছরের বাজেট রাজনীতির উপাদান বিবর্জিত আমলাতান্ত্রিক বাজেট হয়েছে বলে জানিয়েছে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আয়ের ক্রমোবর্ধমান বৃদ্ধি নাই; ব্যয় করারও দক্ষতা নাই। যার কারণে ক্রমান্বয়ে পরিচালন ব্যয় বাড়ছে। তাই সরকার ঋণ করে ঘি খাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ড. দেবপ্রিয়। ঘোষিত বাজেট নির্বাচনী বাজেট নয় বলেও মন্তব্য করেন তিনি।
সিপিডি এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ- এর যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে‘জাতীয় বাজেট ২০২৩-২০২৪: অসুবিধাগ্রস্ত মানুষগুলো কি পেলো?’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, নির্বাচনী বাজেট বলা হলেও প্রস্তাবিত বাজেট কোনোভাবেই নির্বাচনী বাজেট নয়। প্রবৃদ্ধি এখন রাজনৈতিক অভিলাস মন্তব্য করে তিনি বলেন, মুল্যস্ফীতি কমাতে হলে সুদের হার বাড়াতে হবে। সুলভ মুল্যে জালানী সরবরাহ নিশ্চিত করতে হবে জানিয়ে আলোচকরা বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গ্যাস উত্তোলনে বেশি বিনিয়োগ করতে হবে।
দেশে দরিদ্র কমেছে যেমন সত্য তেমন বৈষম্য বেড়েছে বলেও জানান আলোচকরা। নিম্নআয়ের মানুষকে হয়রানি করতে যেসব পণ্যের দাম বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে ভ্যাট কমানোর আহ্বান জানান তারা। বাজেটে শিক্ষা, ম্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ঘাটতি রয়ে গেছে। সুষম হচ্ছে না। বাজেটে রাজনৈতিক উত্তরনের জন্য অর্থনৈতিক উত্তরন বাধাগ্রস্ত যেন না হয় তার দিকে নজর দিতে হবে বলে জানান আলোচকরা।