এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিরসনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিরসনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এজন্য প্রথাগত বাজেট তৈরি করার যে প্রক্রিয়া, সেটা থেকে কিছুটা ব্যত্যয় ঘটানো প্রয়োজন বলে মনে করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সকালে ‘আসন্ন বাজেট নিয়ে জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল সংলাপে এ কথা বলেন তিনি। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে। এসময় তিনি বলেন, আগামী বাজেটে জনমানুষের প্রত্যাশাটা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ কোভিড উত্তর যে পুনরুজ্জীবনটা ২০২১ সালের শেষের দিকে ছিল, ২০২২ সালের শুরু থেকে এটা ধাক্কা খেয়েছে। সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সার ও অন্যান্য খাদ্যপণ্য এবং ভোজ্যতেলের দাম বৃদ্ধি,ইউক্রেনের যুদ্ধ এবং এর সাথে পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা ভীষণভাবে বিঘ্নিত হয়েছে। তাই ২০২৩-২৪ অর্থবছরে যে নতুন চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে মাথায় রেখে সরকারকে এগিয়ে যেতে হবে।