এম মোরশেদ খান ও তার ছেলের হংকংয়ের ব্যাংকের হিসাব জব্দ
- আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সাবেক নেতা এম মোরশেদ খান ও তার ছেলের নামে হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব জব্দ থাকবে। বিচারিক আদালতের দেওয়া জব্দের আদেশ বহাল রেখে এই আদেশ দেয় হাইকোর্ট।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, ১৯ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল ও দুদক বাজেয়াপ্তের আবেদনের শুনানি নিয়ে মোরশেদ খানের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সোমবার বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে মোরশেদ খানের করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। দুদক জানায়, চার দলীয় জোট সরকারের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তিনি প্রায় ৩ কোটি ৯৫ লাখ ৬২ হাজার মার্কিন ডলার এবং ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার হংকং ডলার পাচার করেছেন।