এমপি আনার হত্যা মামলার আসামি সিয়াম নেপালে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:১১ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ১৯৯০ বার পড়া হয়েছে
এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়েছে। তার তদন্তে নেপাল গেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তার সফরসঙ্গী ডিবি’র ৩ ও এনসিবির একজনসহ মোট ৪ জনের প্রতিনিধি দল ।
সকালে একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। এ সময় তিনি জানান, আসামি সিয়ামের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত হতেই তাদের এই কাঠমন্ডু সফর।নেপালে আর কোনো আসামি আছে কি না তা জানতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে। ডিবি প্রধান বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের সহযোগী সিয়ামকে নেপালে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।