এমপি শেখ হেলাল ও শেখ জুয়েলের মা রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়েছে
- আপডেট সময় : ০৫:৩৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫১৯ বার পড়া হয়েছে
এমপি শেখ হেলাল ও শেখ জুয়েলের মা রাজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল হয়েছে।
বাদ জুম্মা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত হয়। দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কমনা করা হয়। দোয়া মাহফিলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভীন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের পত্নী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি রাজিয়া নাসেররের রুহের মাগফেরাত কামনা করে খুলনাতেও দোয়া মাহফিল হয়েছে। বাদ জুম্মার নামাযের পর খুলনা ৫৭০টি জামে মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শেখ পরিবারের মৃত সদস্যদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি ও দেশের মানুষের সুস্থতা কামনা করা হয়।