এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় স্বজনহারাদের বিলাপ থামছেই না
- আপডেট সময় : ০৫:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় স্বজনহারাদের বিলাপ থামছেই না। সেই ভীতিকর রাতের কথা ভেবে আঁতকে ওঠেন তারা। অগ্নিকান্ডের জন্য লঞ্চের স্টাফদের দায়ি করে কঠোর বিচারের দাবি জানান স্বজনরা। এদিকে, দগ্ধদের চিকিৎসায় ঢাকা থেকে পাঠানো সাত সদস্যের টিম কাজ করছে। তাদের সাথে যুক্ত রয়েছেন বরিশালের ৫০ সদস্যের চিকিৎসক দল। হাসপাতালের সব স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত লঞ্চ থেকে উদ্ধার করে ৮১ জনকে হাসপাতালে পাঠানো হয়। এদের মাঝ থেকে মারা যায় এক শিশু। আশংকাজনক ১৯ জনকে ঢাকায় পাঠানো হয়। ১৬ জন সুস্থ হয়ে গেছে। বর্তমানে ৪৬ রোগীর মধ্যে আইসিইউ’তে থাকা দু’জনের সার্বক্ষনিক চিকিৎসা থেকে শুরু করে ওষুধ ও খাবার সরবরাহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আহতদের পাশে এসে দাঁড়িয়েছেন স্বজনরা। শারীরিক যন্ত্রণার চেয়ে স্বজন হারানোর কষ্ট বড় করে দেখছেন অনেক দগ্ধ রোগী।
দোষীদের কঠোর বিচারের দাবি জানান, আহতের স্বজনরা।
দগ্ধ রোগীদের চিকিৎসা দিচ্ছে ঢাকা থেকে আসা ৭জনের বিশেষজ্ঞ দল। এখন আশংকাজনক কোন রোগী নেই বলে দাবি করেন, হাসাপাতাল পরিচালক।
বৃহস্পতিবার রাত ৩টায় ঝালকাঠির সুগন্ধা নদীর দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন বিস্ফোরনে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৩৭ জনের মরদেহ বরগুনার জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।