এমসি কলেজের ধর্ষণ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের
- আপডেট সময় : ০৫:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা পুরো জাতির জন্য লজ্জাকর। এর দায় এড়াতে পারেন না অধ্যক্ষ এবং হোস্টেল সুপার। এমন পর্যবেক্ষণ দিয়ে নির্মম ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সিলেট নারী ও শিশু আদালতের বিচারকের নেতৃত্বে ৩ সদস্যের কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলে নির্দেশও দেয় আদালত। এসময় রুল জারির পাশাপাশি কলেজের দুই দারোয়ানকে বরখাস্ত করে কর্তৃপক্ষের নেয়া সিদ্ধান্তকে আইওয়াশ বলে মন্তব্য করে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রনোদিত হয়ে এই আদেশ দেন।
২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ।কলেজ হোস্টেলে ভেতর পৈশাচিক ওই ঘটনায় দেশ জুড়ে উঠে সমালোচনা ঝড়।
এমন বাস্তবতায় এমসি কলেজে ঘটে যাওয়া ওই নির্মমতার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন আদালতের নজরে আনেন এক আইনজীবী। শুনানি নিয়ে স্বপ্রনোদিত রুল জারি করে আদালত।
বিচার বিভাগীয় কমিটি ও তদন্তের সময়সীমা নিয়েও নির্দেশনা দেয় আদালত।
এসময় আদালতের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।
গঠিত কমিটির নিরাপত্তা নিশ্চিতে সিলেট পুলিশ কমিশনারকে নির্দেশও দেয় হাইকোর্ট।