এলাকার উন্নয়ন করায় নাটোরের সিংড়াবাসী বর্তমান মেয়রকে আবারো নির্বাচিত করবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
এলাকার উন্নয়ন করায় নাটোরের সিংড়াবাসী বর্তমান মেয়রকে আবারো নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সকালে নাটোরের সিংড়া পৌরসভায় নির্বাচনে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।
১১ টার দিকে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে ওই কেন্দ্রে যান। ভোট দিয়ে তিনি বলেন,সিংড়া পৌরসভার বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস করোনা, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় পৌরবাসীর পাশে থেকে সাহায্য সহযোগিতা দিয়েছে এবং পৌর এলাকার উন্নয়ন করেছে। এ পর্যন্ত কোন কেন্দ্রেই কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।