এলিভেটেড সড়ক, ফ্লাইওভার ও বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাস রেপিড ট্রানজিট- বিআরটি প্রকল্পের আওতায় এলিভেটেড সড়ক, ফ্লাইওভার ও বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ করা হবে এ প্রকল্পের কাজ।
সকালে গাজীপুরের চেরাগ আলীতে বৃহত্তর ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্প “বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট” এর সর্বশেষ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ প্রকল্পের আওতায় সাড়ে ৪ কিলোমিটার এলিভেটেড সড়ক, ৬টি ফ্লাইওভার ও ২৫টি বিআরটি স্টেশন নির্মাণ করার কথা জানিয়ে, এটি বাস্তবায়িত হলে উভয়দিকে প্রতি ঘন্টায় বিশ হাজার যাত্রী পরিবহন করতে পারবে বলেও জানান ওবায়দুল কাদের। একইসংগে তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তির অন্যতম কারণ খারাপ ড্রেনেজ সিস্টেম।