এশিয়া কাপে আজ শুরু বাংলাদেশের সুপার ফোর মিশন
- আপডেট সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০৫ বার পড়া হয়েছে
এশিয়া কাপে আজ শুরু বাংলাদেশের সুপার ফোর মিশন। প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। বিগ ম্যাচের আগে টাইগারদের চিন্তা ইনজুরি, ছিটকে গেছেন সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত। যদিও পজিটিভ মাইন্ডসেটাপ নিয়ে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচের আগের দিনও অনুশীলন করেনি বাংলাদেশ তবে, প্রস্তুতি সেরেছে পাকিস্তান। লাহোরে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ।
একটা ম্যাচ পাল্টে দিয়েছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নতুন করে স্বপ্ন দেখতে বাধ্য করেছে সাকিব-মুশফিকদের। তবে, এতে নির্ভার হবার সুযোগ নেই। কেননা আসরে সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাড়িয়ে বাংলাদেশ। সুপার ফোরে টাইগারদের প্রথম বাধা হটফেভারিট পাকিস্তান।
বিগ ম্যাচের আগে চিন্তা আরও বাড়িয়েছে ইনজুরি। ছিটকে গেছেন ইনফর্ম নাজমুল শান্ত। যদিও সব কিছু ছাপিয়ে পজিটিভ মাইন্ডসেটাপ নিয়ে নামতে চায় বাংলাদেশ।
বদলি হিসেবে লিটন দাসকে নেওয়া হয়েছে দলে। ম্যাচের আগের দিন দল বিশ্রামে থাকা কোন অনুশীলন ছাড়াই মাঠে নামতে হবে লিটন দাসকে। তবে, ওপেনার হিসেবে নয় মেকশিফট ওপেনার মেহেদী মিরাজকে আরও একবার সুযোগ দিতে তিনে খেলতে হতে পারে তাকে।
এক পরিবর্তন ছাড়া গাদ্দাফির ব্যাটিং সহায়ক উইকেটে টিম কম্বিনেশন হবে শেষ ম্যাচের মতই। তিন পেসার তাসকিন, শরিফুল, হাসান মাহমুদে ভরসা টিম ম্যানেজমেন্টের।
অন্যদিকে, বাংলাদেশ মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান। ম্যাচের আগের দিন অনুশীলন কিংব একাদশ ঘোষণা সব জায়গাতেই সিরিয়াস স্বাগতিকরা।
পাকিস্তান বোলারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশী ব্যাটারদের। সঙ্গে শাহীন, রউফ, নাসিমদের সাথে পাল্লা দিয়ে কেমন করেন তাসকিন, শরীফুল, হাসান মাহমুদরা সেটা দেখতেও মুখিয়ে সমর্থকরা।
আগের ৩৭ দেখায় ৩২ হারে পিছিয়ে থাকলেও শেষ ৫ ম্যাচে ৪ জয় বাংলাদেশের আত্মবিশ্বাস।