এশিয়া কাপ সফর শেষে খালি হাতে দেশে ফিরলো টাইগাররা
- আপডেট সময় : ০৭:৩২:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
এশিয়া কাপ সফর শেষে খালি হাতে দেশে ফিরলো টাইগাররা। নতুন অধিনায়ক, নতুন কোচেও বদলালো না বাংলাদেশের ভাগ্য।
আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে মাত্র তিন দিনেই শেষ টাইগারদের এশিয়া কাপ। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে অল্প পুঁজি নিয়েও আফগানিস্তানের বিপক্ষে লড়াই করে হেরেছিল টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচে বিশাল সংগ্রহ করেও শেষ পর্যন্ত ২ উইকেটে হারে সাকিবের দল।
দেশে ফিরে সপ্তাহখানেক ছুটি কাটিয়ে আবারও ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। টি-টুয়েন্টি টেকনিক্যাল এ্যাডভাইজার শ্রীরামের তত্ত্বাবধানেই ১২ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল।
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে রাতে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান।
শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দারুন জয়ে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলংকা। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবির পর এ ম্যাচে কিছুটা চাপে থাকবে লংকানরা।
অন্যদিকে এশিয়া কাপে মাঠের খেলায় উড়ছে আফগানিস্তান। টানা দুই জয়ে আভাস দিয়েছে টুর্নামেন্টে দারুন কিছু করে দেখানোর। দারুন ফর্মে মুজিবুর রহমান ও রশিদ খানরা। তাই ম্যাচে ফেভারিট আফগানরাই।
তবে আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইন আপ আর শ্রীলঙ্কার বৈচিত্র্যময় স্কোয়াড দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস।
আট বছর পর আস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল জিম্বাবুয়ে।
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টিতে আজিদের ৩ উইকেটে হারিয়েছে সফরকারিরা।
টাউন্সহিলে টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। শুরু থেকেই নিয়মিত গতিতে উইকেট হারাতে থাকে অজিরা। তবে এক পাশ আগলে রেখে খেলতে থাকেন ডেভিড ওয়ার্নার।
তার ৯৬ বলে ৯৪ রানে ভর করে ১৪১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। আর ১৯ রান আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পারেনি আর কোন অস্ট্রেলিয়ান ব্যাটার। জিম্বাবুয়ের হয়ে ৫ উইকেট নেন রায়ান বার্ল।জবাবে ব্যাট করতে ৭ উইকেট হারিয়ে, ৬৬ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় জিম্বাবুয়ে।