এশিয়া কাপে এক ম্যাচ পরই ভারতকে জবাব দিলো পাকিস্তান
- আপডেট সময় : ০১:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
এশিয়া কাপে এক ম্যাচ পরই ভারতকে জবাব দিলো পাকিস্তান। সুপার ফোরের ম্যাচে রিজওয়ান-নেওয়াজ বীরত্বে শেষ ওভারের রোমাঞ্চে ৫ উইকেটে জিতলো বাবর আজমের দল। আগে ব্যাট করে বিরাট কোহলির ৬০ রানে ৭ উইকেটে ১৮১ রান তোলে ভারত। জবাবে রিজওয়ানের ৭১, আর নেওয়াজের ৪২ রানে ভর করে জয় পায় পাকিস্তান।
এক ম্যাচ পর মধুর প্রতিশোধ। যে ভারতের কাছে হেরে এশিয়া কাপ মিশন শুরু করেছিলো পাকিস্তান, তাদের হারিয়েই দারুণ কামব্যাক বাবর আজমের দলের।
পুরো ম্যাচই ছিলো উত্তেজনার পারদে ঠাসা। বিরাট কোহলির অর্ধশতক, রিজওয়ানের পাল্টা জবাব। শেষ ওভারের থ্রিলার, পরিশেষে স্নায়ুচাপ ধরে রেখে জয়, সবই ছিলো ভারত-পাকিস্তান ম্যাচের অংশ। যেখানে ৫ উইকেটে জিতে সুপার ফোর মিশন শুরু বাবর আজমদের।
এর আগে, টস হেরে ব্যাট করতে নামে ভারত। মর্যাদার লড়াইয়ে দুই ওপেনারের দাপট। লুকেশ রাহুল আর রোহিত শর্মার ৫৪ রানের প্রতিরোধ ভাঙ্গে- রোহিত ২৮ করে ফিরলে। লুকেশ রাহুলও বন্দী ২৮ রানের চক্করে।
এদিনও উজ্জল বিরাট কোহলি। নিজের সঙ্গে লড়াই করা এই ভারতীয় ব্যাটার দিয়েছেন আস্থার প্রতিদান। সূর্য্যকুমার যাদব, রিশব পান্থ কিংবা হার্দিক পান্ডিয়ারদের ব্যর্থতার দিনে টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন বিরাট।
সম্ভাবনার জানান দিয়ে সঙ্গ দিতে পারেননি দ্বিপাক হুদাও। তাই চাপের সঙ্গে লড়াই করেই খেলতে হয়েছে কিং কোহলিকে। শেষ পর্যন্ত বিরাটের ৬০ রানে ৭ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জ ছোঁড়ে ভারত।
জবাবে আবারও ব্যর্থ বাবর আজম। ১৪ রানে এদিন রবি বিষ্ণইয়ের স্পিনে আউট হন পাক অধিনায়ক। উত্তাপ ছড়ানো ম্যাচে নিরুত্তাপ ফখর জামানও। ১৫ রানে সাজঘরে ফেরেন ফখর। পাকিস্তানের স্কোর তখন ২ উইকেটে ৬৩।
তবে, পাকিস্তানকে ম্যাচে রাখেন মোহাম্মদ রিজওয়ান। ক্যারিয়ারের ১৫তম অর্ধশতকে। চারে ব্যাট করতে নামা নেওয়াজকে নিয়ে ভারতীয় বোলারদের শাসন করেছেন এই উইকেট রক্ষক ব্যাটার। সমান তালে লড়েছেন নেওয়াজও।
তবে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি নেওয়াজ-রিজওয়ান। ৪২-এ নেওয়াজ, আর ৭১-এ রিজওয়ান ফিরলে জমে উঠে ম্যাচ। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েও আসিফ আলীর বিদায় যে পালে হাওয়া দিয়েছে আরও।
তবে, গা ভাসাননি ইফতিখার আহমেদ। ১ বল বাকি থাকতে পাকিস্তানকে এনে দেন শাসরুদ্ধকর জয়।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেলো পাকিস্তান। বিপরীতে ডু অর ডাই তকমা নিয়ে পরের দুই ম্যাচে খেলবে ভারত।